মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণকারের মৃত্যু, আহত ২

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আ. সালাম (৬৫) নামের এক স্বর্ণকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহতের খবর পাওয়া গেছে। আজ (বুধবার, ৫ নভেম্বর) রাতে আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আ. সালাম পূর্ব ইসদাইর এলাকার মানু মিয়ার ছেলে।

স্থানীয়ভাবে খবর নিয়ে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সালামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা আরও দুই পথচারী গুরুতর আহত হন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চলছে।

এসএস