পুলিশ জানায় সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মো. জিয়াউল হক নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাকের দ্রুত গতিতে মহাসড়কে ওঠার সময় সিএনজিকে চাপা দেয়।





