সিলেটে বাসদ কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক

আটক  নেতাকর্মী
আটক নেতাকর্মী | ছবি: সংগৃহীত
0

সিলেটের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় সংগঠনটির কার্যালয় ঘেরাও করে পুলিশ।

একপর্যায়ে কার্যালয়ের ভেতরে থানা ২২ নেতাকর্মীকে আটক করা হয়। খবর পেয়ে দলের অন্য নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে অবস্থান নেয়। এ সময় তাদের মুক্তির দাবি জানান তারা।

আরও পড়ুন:

সম্প্রতি সিলেট নগরীর যানজট কমাতে একের পর এক অভিযান চালায় পুলিশ। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে অটোরিকশা শ্রমিকরা। একপর্যায়ে তাদের পক্ষ নিয়ে মাঠে নামে বাসদ-সিবিপি নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে আটক করা হতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

ইএ