শেরপুরে শিয়ালের কামড়ে আহত ২২

শেরপুর জেলা হাসপাতাল
শেরপুর জেলা হাসপাতাল | ছবি: এখন টিভি
2

শেরপুর সদরের চার গ্রামে শিয়ালের আক্রমণে ২২ জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে চারজনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে চারজনকে এবং সবশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে চারজনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন:

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গিয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি জানান, শিয়ালটি খুব সম্ভবত জলাতঙ্ক (র‌্যাবিস) রোগে আক্রান্ত ছিল। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শও দেন তিনি।

এসএস