মেহেরপুরে গ্রাম আদালতে তিন মাসে ৪৩৪ মামলার নিষ্পত্তি

জেলা প্রশাসকের বৈঠক
জেলা প্রশাসকের বৈঠক | ছবি: এখন টিভি
1

মেহেরপুর জেলায় ২০টি ইউনিয়নে গ্রাম আদালতে সবশেষ তিন মাসে মোট মামলা হয়েছে ৪৭৫টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৩৪টি মামলা। মেহেরপুরে দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার লক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রচার প্রচারণার অংশ হিসেবে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার, ২৯ অক্টোবর) সকাল ১১টার সময় মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম সিরাজুল মুনির, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন:

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদলত প্রজেক্টের জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান, জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন।

মেহেরপুর জেলায় ২০টি ইউনিয়নে গ্রাম আদালতে সবশেষ তিন মাসে মোট মামলা হয়েছে ৪৭৫টি। এর মধ্যে সরাসরি মামলা হয়েছে ৪৬৯টি ও জেলা আদালতের মাধ্যমে হয়েছে বাকি ৬টি মামলা। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৩৪টি মামলা। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় হয়েছে ৪৮ লাখ ১২ হাজার ৪২০ টাকা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম গ্রাম আদালতকে সক্রিয় করতে সবাইকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

সেজু