সিটি ইউনিভার্সিটিতে হামলা-ভাঙচুর: দুই বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা

সিটি বিশ্ববিদ্যালয়ের গেট
সিটি বিশ্ববিদ্যালয়ের গেট | ছবি: সংগৃহীত
0

সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ‘উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। এখন আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে শুরু হয় সংঘর্ষ। প্রায় ৭ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। আহত হয় শতাধিক শিক্ষার্থী। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়ি।

এএইচ