এ সময় বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে ভবনটি ধ্বংস বা বিকৃত করা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শুধু সিলেটের নয়, বরং দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ‘মিনিস্টার বাড়ি’। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের বার্তা হিসেবে রয়ে যাবে। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে ভবনটি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেন।’
মানববন্ধনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও ইতিহাসপ্রেমী নাগরিকরা অংশ নেন। তারা সতর্ক করেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এ ঐতিহ্যবাহী স্থাপনাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে।
বক্তারা আরও বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী ভবন সংরক্ষণ না করে তা ধ্বংস করা আইনবিরোধী এবং দেশের সাংস্কৃতিক উত্তরাধিকারকে হুমকির মুখে ফেলবে।





