পুলিশ জানায়, সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটিতে করে গরু নিয়ে পাশের জয়পুরহাট জেলার হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে তালঝাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। এ সময় ভটভটি ও মোটরসাইকেল রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মারা যান।
আরও পড়ুন:
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসক।





