পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রওনা দিয়ে সেঁজুতি পরিবহনের বাস ভোরে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যায়। এ সময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আরও পড়ুন:
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বাসটি খাদে পড়ে উল্টে ছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।





