শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে
গাজীপুরে শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এএ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন এএ ইয়ার্ন মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক। 

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন দেয়ার তারিখ ছিল ১০ অক্টোবর, তবে কর্তৃপক্ষ আজও বেতন পরিশোধ না করায় তারা বিক্ষোভে নামে। 

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যৌথ বাহিনী। এক পর্যায়ে শ্রমিকদের সরাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। 

পরে শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক থেকে সরে গেলেও পরে আবারও অবরোধ করেন। এমতাবস্থায় তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এসএইচ