ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকনট্রেড লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নির্ধারিত পৌরকর পাল্টে দেয়া হয় ঘষামাজা করে। প্রকৃত বার্ষিক মূল্যায়ন পরিবর্তন করে প্রতিটিতে ২০ কোটি টাকা করে পৌর কর কমানো হয়েছে মোট ৪০ কোটি টাকা। দুই হোল্ডিং মালিকের যোগসাজশে এ অনিয়ম করেছেন সংস্থাটির কয়েকজন কর–কর্মকর্তা ও উপ–কর কর্মকর্তা।
আরও পড়ুন:
এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত আছে হিসাব সহকারীও। ঘটনা তদন্তে চসিকের সংশ্লিষ্ট শাখায় অনুসন্ধানে আসে দুদকের টিম। এসময় ফিল্ড বুক, বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলেন দুদক।





