ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ

ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ২২ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মুকুন্দপুর বিওপির একটি দল চাঁনপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুইজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে।

একপর্যায়ে তারা স্কচটেপে মোড়ানো দুইটি প্যাকেট ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্যাকেট দুইটি তল্লাশি করে ভারতীয় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এগুলো ধ্বংসকরণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমাদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

সেজু