ময়মনসিংহে মালবাহী ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা; নিহত ২

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেক মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই উল্টে যায় এবং ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে য়ায়। 

এসময় ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, হাসপাতালে নেয়ার আগেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, ট্রাকের চালক ঘুমিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএইচ