নিহত রায়হান ওই গ্রামের মো. আক্তার ও রাজিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান। রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে টয়লেটে যায় রায়হান। টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিলে সে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রায়হানের এমন হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক ছায়া, হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শিশুটির অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার এলাকাতেও গভীর শোক বিরাজ করছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, সাপের কামড়ে শিশুর মৃত্যু খুবই দুঃখজনক একটি ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।





