কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা আসামিরা
গ্রেপ্তারকৃতরা আসামিরা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলায় সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে কুষ্টিয়া শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে রিন্টু (২০) ও ফাহিম (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

এরআগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে লালন মেলার মাঠে পেশাগত দায়িত্ব পালনের সময় মাদক ব্যবসায়ীরা পূর্বপরিকল্পিতভাবে রাজুর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

গ্রেপ্তার রিন্টু কুষ্টিয়া শহরের হরিশংকরপুরের মৃত হোব্বারের ছেলে এবং ফাহিম কুমারখালীর ছেঁউড়িয়া বিশ্বাসপাড়ার ওবায়দুলের ছেলে। তারা দুজনই স্থানীয় মাদক ব্যবসায়ী বলে পরিচিত জানিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

সাংবাদিক রাজু আহমেদ বলেন, লালন মেলায় প্রায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। প্রশাসনের সামনেই মাদক বিক্রি চলছে। বিষয়টি আমি প্রশাসনকে জানালে প্রতিশোধ হিসেবে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিরাপত্তার অভাবে কুষ্টিয়া প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ বর্জনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন মেলা হবে। তবে মেলা শুরুর আগেই মাঠজুড়ে গাঁজার দোকান বসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ও দর্শনার্থীরা।

সেজু