শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিহত নারীর মরদেহ ও আশপাশে এলাকাবাসীর অবস্থান
শেরপুরে নিহত নারীর মরদেহ ও আশপাশে এলাকাবাসীর অবস্থান | ছবি: এখন টিভি
0

শেরপুরে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১১টায় সদরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃগী নদীর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই রামকৃষ্ণপুর মৃত ফরিদ পাগলার স্ত্রী।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে ফরিদ পাগলা মাজার থেকে এ নারীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এরপর তিনি মারা গেলে ওই নারী জেলার বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন।

আজ সকাল ১১টায় স্থানীয়রা মৃগী নদীর পাড়ে একটি ঘরে ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএইচ