ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ভোগ ও বৈষম্যের প্রতিবাদে সিলেটে প্রতীকী অনশন

ঢাকা-সিলেট মহাসড়কে অনশন কর্মসূচী
ঢাকা-সিলেট মহাসড়কে অনশন কর্মসূচী | ছবি: সংগৃহীত
0

ঢাকা–সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথে দীর্ঘদিনের দুর্ভোগ ও বৈষম্যের প্রতিবাদে সিলেটে এক ঘণ্টার প্রতীকী অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (রোববার, ১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে, এতে কার্যত অচল হয়ে পড়ে সিলেট নগরী।

কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গে নগরীর বেশিরভাগ দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়, যান চলাচলও ছিল সীমিত।

সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধি। তারা সিলেট–ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কার, ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ আট দফা দাবি তুলে ধরেন।

অনশন কর্মসূচিতে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘প্রবাসী অধ্যুষিত সিলেটের উন্নয়ন নিয়ে যদি আগামীতেও বৈষম্য করা হয়, তবে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দেবেন।’

আরও পড়ুন:

তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘সরকার যদি ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়, তবে পুরো সিলেট অচল করে দেয়া হবে।’

কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। জেলা প্রশাসক জানান, সিলেটবাসীর দাবি–দাওয়ার সঙ্গে প্রশাসন একাত্মতা প্রকাশ করছে।

ইএ