পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে কমলা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও গতকাল তার সন্ধান পাননি। আজ সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে কমলা বেগমের মৃত্যু হয়েছে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।





