সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কবির স্মরণে কবির লিখা কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ যুবাসহ কবির সময়বয়সী ছোট বেলার বন্ধু স্বজনসহ কবি, সাহিত্যিকসহ জেলা প্রশাসন।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ অনুষ্ঠানে ‘একটি পতাকা পেলে’ কবিতা পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুখময় সরকার।
আরও পড়ুন:
এছাড়াও অভিব্যক্তি প্রকাশ করেন কবির ভাই নেহাল হাফিজ, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ উপস্থিত কবি সাহিত্যিকরা।
অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র সংগীত ‘আগুনের পরশমণি’ দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে জেলা প্রশাসক সকলকে নিয়ে কেক কেটে কবির জন্মদিন উদযাপন করেন।
সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত কবির স্বরচিত নিষিদ্ধ সম্পাদকীয়, কষ্টের ফেরিওয়ালাসহ বিভিন্ন কবিতা পাঠের মাধ্যমে আড্ডা শুরু হয়।





