টেকনাফে র‍্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

আটক রোহিঙ্গাদের একাংশ
আটক রোহিঙ্গাদের একাংশ | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা ২ জনকে আটক করা হয়েছে। আটক আশ্রয়দাতারা হলেন, টেকনাফ পৌরসভার কে কে পাড়ার মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, চলমান গোয়েন্দা তৎপরতা ও অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে ৬ অক্টোবর রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু রোহিঙ্গা অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান করছে।

আরও পড়ুন:

পরে আভিযানিক দলটি টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আব্দুল্লা ম্যানশনে অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গাসহ বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ মোট ১৫ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ইএ