ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ

জব্দকৃত ভারতীয় ফুচকা
জব্দকৃত ভারতীয় ফুচকা | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৬ লাখ ৯৮ হাজার টাকার ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ৬ অক্টোবর) ভোররাতে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ইসলামপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭ হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, জব্দকৃত ফুচকার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

সেজু