বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ইসলামপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭ হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
আরও পড়ুন:
তিনি আরও জানান, জব্দকৃত ফুচকার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।





