টাঙ্গাইলে ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা, প্রান্তিক পর্যায়ে সেবা ব্যাহত

কর্মবিরতি পালন
কর্মবিরতি পালন | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেলার ৪২০ জন স্বাস্থ্য সহকারীরা অংশ নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তৃতীয় দিনে আজ (সোমবার, ৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া আন্দোলন চলবে দুপুর ২ টা পর্যন্ত চলবে এ আন্দোলন। প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।

আরও পড়ুন:

স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ৬ দফা দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

কর্মবিরতির কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

সেজু