র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযানটি পরিচালনা করি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি যায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২টি বোমা উদ্ধার করি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পরে আমরা বিষয়টি আমাদের র্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানাই। তারা ঢাকা থেকে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভোর রাত আনুমানিক পৌনে ৪টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি যায়গায় সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করাসহ মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে। অস্ত্র, গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।’





