শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এসময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে ভর্তি করে। এদিকে বেলা ১১ টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে স্বর্ণ ব্যবসায়ীরা।
মানিকগঞ্জ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ১২টার পর দুইজন লোক শুভর দোকানে আসে। শুভ তখন একটি অর্ডারের কাজ করছিল। একজন শুভকে আঁকড়ে ধরে অপর একজন তার দোকানের সিন্দুক থেকে সোনা লুট করছে। শেষ দিকে যাওয়ার আগে শুভ ধস্তাধস্তি শুরু করলে একজন ছুরি দিয়ে শুভকে আঘাত করেন। পরে তারা চলে যায়। তার ৩২টার মত সেলাই লাগছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।’
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়েছি। দোকানের সিসিটিভি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে কয়েকশ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। যাওয়ার সময় অস্ত্রধারী মুখোশ পরা যুবকরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সিতে করে পালিয়ে যায়।





