নওগাঁয় বিলে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

মৃত মফিজ উদ্দিন বসু
মৃত মফিজ উদ্দিন বসু | ছবি: সংগৃহীত
0

নওগাঁয় বিলে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ (শনিবার , ৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী (গুটার বিল) বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন (ছুতা) প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসু পেশায় একজন মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে হাঁসাইগাড়ী ও আশপাশের বিলে মাছ শিকার করে জীবিকা চালাতেন। প্রতিদিনের মতো আজও বিলে মাছ শিকারে যান। তবে সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুষল ধারে বৃষ্টি শুরু হয়।

তিনি মাছ শিকার বন্ধ করে সড়কে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। এসময় হঠাৎ করেই বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গাছের নিচে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন:

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জছিম উদ্দিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আমরা শোকাহত। বজ্রপাতের ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।’

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একজন বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।’

এসএস