আজ (বুধবার, ১ অক্টোবর) দুপুরে যশোরের শার্শা সীমান্তে মেইন পিলার ২৫/৬-এস সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। এ বৈঠকে অংশ নেয় যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন।
আরও পড়ুন:
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে গতকাল (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে বসবাসরত স্বজনরা বিজিবির কাছে আবেদন করেন মরদেহ দেখার সুযোগের জন্য।
পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির সঙ্গে যোগাযোগ করলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে স্বজনদের মরদেহ দেখানো হয়। পরে মরদেহ ভারতে দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।





