সভায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান। পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সচেতন করতে নানা নির্দেশনা দেয়া হচ্ছে। নিষেধাজ্ঞার সময় মাছ ধরা, আহরণ ও বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করলে ৫ লাখ টাকা জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে কাঙ্ক্ষিত সফলতা আসবে এবং দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হবে।





