বিশ্ব হার্ট দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও সেমিনার

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালি | ছবি: এখন টিভি
0

বিশ্ব হার্ট দিবস-২০২৫ উপলক্ষে যশোরে র‌্যালি ও সেমিনার আয়োজন করা হয়েছে। ‘ওভারভিউ অব করোনারি কেয়ার ইউনিট অ্যান্ড সাডেন কার্ডিয়াক ডেথ’ শিরোনামে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হুসাইন শাফাত।

প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ.এইচ.এম. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. এমদাদুল হক মাসুদ রানা ও যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন)।

গেস্ট অব অনার ছিলেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রাব্বানী। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন শিম্বা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান ও

যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম. এ. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মো. শরিফুল আলম খান, ডা. এস. এম. নাজমুল হক, ডা. মো. বাহিদুজ্জামান আজাদ, ডা. মো. আহাসান কবির বাপ্পী প্রমুখ চিকিৎসকবৃন্দ।

ধন্যবাদ জ্ঞাপন করেন এসিআই ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল ম্যানেজার মো.রতন মোল্লা। সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে হার্ট দিবসের একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে সেমিনার কক্ষে এসে শেষ হয়।

এএইচ