কাপ্তাইয়ে বাস তল্লাশিতে ১০০ দা উদ্ধার, চালক-হেলপার আটক

উদ্ধার করা দা
উদ্ধার করা দা | ছবি: এখন টিভি
1

রাঙামাটির কাপ্তাই কুকিমারা বিজিবি চেকপোস্টে তল্লাশিতে একটি বাস থেকে ১০০টি দেশিয় ধারালো দা উদ্ধার করেছে বিজিবি। নাশকতার উদ্দেশ্যে বান্দরবান থেকে খাগড়াছড়িতে এসব অস্ত্র নেয়া হচ্ছিল বলে জানায় বাসের চালক ও হেলপার।

আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে বান্দরবন থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে লোহার তৈরি এসব দা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

বাস ড্রাইভারের ভাষ্য, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল) দল বান্দরবান হতে খাগড়াছড়ির উদ্দেশে এই রামদাগুলো নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ির চালক, হেলপারসহ গাড়িটি আটক করা হয়।

কাপ্তাই বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইএ