টাঙ্গাইলে গ্যাসের মূল পাইপ ফেটে গেছে; তিন উপজেলায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে
গ্যাস পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও অন্তত ৫০টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি পাইপের ওপর থাকা পল্লী বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।’

এদিকে, টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে পাইপ ফেটে যায়। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

এসএস