৪২ ঘণ্টা ধরে বন্ধ রাজশাহীসহ তিন জেলার দূরপাল্লার বাস: চরম ভোগান্তিতে যাত্রীরা

বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা
বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা | ছবি: এখন টিভি
0

উত্তরাঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ৪২ ঘণ্টা পরও দূরপাল্লার বাস চলাচল এখনও শুরু হয়নি। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় অঞ্চলটির বাসমালিক পক্ষ। এরপর আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, মালিক ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। বাস মালিক শ্রমিক বসে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাস চলাচল স্বাভাবিক করে যাত্রীদের ভোগান্তি দূর করার আহ্বান জানান যাত্রীরা। অনেক যাত্রীর বাসের টিকিট থাকার পরও বাস বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে পারছেন না।

যাত্রীদের সেবা দিতে দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম। রাতের মধ্যেই বাস চলাচল স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এর আগে রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক এক হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক এক হাজার ৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন।

এসএস