প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এ ঘটনায় কারখানার মেশিনারিজ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’





