রাজবাড়ীতে সব‌জি বোঝাই ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সব‌জি বোঝাই ট্রাকের পেছনে থেকে অন্য একটি চাল বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ওসি মো. শমীম শেখ।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া সদ‌রের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপুরের শা‌হিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ওসি মো. শমীম শেখ জানায়, কু‌ষ্টিয়া থে‌কে ছেড়ে আসা সব‌জি বোঝাই ট্রাক ঢাকাতে যা‌চ্ছি‌ল। রাত ১ টার দি‌কে রাজবাড়ীর কল‌্যাণপুর এলাকায় পৌছা‌লে ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকচালক ও তার সহকা‌রী চাকা প‌রিবর্তন করছিল।

প‌রে পেছন থে‌কে আসা চাল‌বোঝাই ট্রাকটি সব‌জি বোঝাই ট্রা‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই চালক ও তার সহকারী নিহত হন।

ওসি মো. শমীম শেখ ব‌লেন, ‘খবর পেয়ে হাইও‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রেছে। ‌সেই সঙ্গে ঘাতক ট্রাক‌টি জব্দ ক‌রে‌ছে পু‌লিশ। ত‌বে চালক ও সহকা‌রী পা‌লিয়ে গেছে। তা‌দের আটকের চেষ্টা চলছে।

এএইচ