রাজবাড়ীতে সবজি বোঝাই ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই ট্রাকের পেছনে থেকে অন্য একটি চাল বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শমীম শেখ।