মেয়াদোত্তীর্ণ বীজ ও অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত | ছবি: এখন টিভি
3

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে মেয়াদোত্তীর্ণ বীজ ও সরকার নির্ধারিতের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

জানা গেছে, জান্না বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি কৃষকদের কাছে বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করছিল। এ সময় দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও সার জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং সাটুরিয়া থানার পুলিশের একটি দল।

আরও পড়ুন:

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ বলেন, ‘কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।’

সেজু