ঘিওরে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান | ছবি: এখন টিভি
2

মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈন্যা রহিম মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করে বৈন্যা উল্কা ক্লাব।

ক্লাবের সভাপতি পীযুষ ফাইটারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী খোন্দকার আক্তার হামিদ (পবন)।

খেলায় পৃষ্ঠপোষকতা করেন রিয়ান বাংলাদেশ নিউরো অ্যান্ড জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান। খেলায় অংশ নেয় ঘিওরের হিজুলিয়া ফুটবল একাদশ ও সাটুরিয়ার কামতা ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে খোন্দকার আক্তার হামিদ পবন বলেন, ‘আমার বাবা সকলের ভালোবাসা নিয়ে এ এলাকা থেকে বিপুল ভোটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের সময় তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও তিনি নীতি বিসর্জন না দিয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন। এরপর থেকেই আমাদের পরিবারের ওপর হয়রানি ও নির্যাতন শুরু হয়। আমি সাড়ে ১৪ মাস কারাগারে ছিলাম। পাঁচবার জামিন পেলেও নতুন মামলা দিয়ে আমাকে আবারও কারাগারে পাঠানো হয়েছিল।’

তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খেলাধুলা দেহ ও মনকে প্রফুল্ল রাখে। যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে। বৈন্যা উল্কা ক্লাব এ আয়োজন করায় আমি তাদের ধন্যবাদ জানাই।’

ভবিষ্যৎ রাজনৈতিক প্রত্যাশা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মানিকগঞ্জ-১ আসনের মানুষজন আমার বাবার পাশে ছিলেন। আমি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন।’

স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় টাইব্রেকার হিজুলিয়া ফুটবল একাদশ ৫-৩ গোলে কামতা ফুটবল একাদশকে পরাজিত করে।

এএইচ