আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আসামি আবু সাইদ রবিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।
আরও পড়ুন:
আইনজীবী ফজলুল হক আরও জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে আসামি রবিন। সেই মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।





