মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কালিগঙ্গা নদীর পাহাড়
কালিগঙ্গা নদীর পাহাড় | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেয়া হয়।

আরও পড়ুন:

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সেজু