মেহেরপুর আমার কাছে একটি পাইলট প্রজেক্টের মতো: মনির হায়দার

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বলেছেন, মেহেরপুর আমার কাছে একটি পাইলট প্রজেক্টের মতো। যেহেতু মেহেরপুর আমার জন্মস্থান যেকোনো ভালো কাজের শুরু হবে এই মেহেরপুর থেকে। আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কৃষি বাংলাদেশের প্রধান আয়ের উৎস, কৃষকদের একটি ডাটাবেজ সরকারের কাছে থাকতে হবে। শুধু মেহেরপুর নয় সারা বাংলাদেশের যত কৃষক রয়েছে সকলের ডাটাবেজ কালেকশন করতে হবে।’

মতবিনিময় সভায় মেহেরপুরের জেলা প্রশাসক ড. আবদুল ছালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফী।

অনুষ্ঠানে মেহেরপুর জেলার সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সেজু