মানিকগঞ্জে মাদক ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার কারবারি কারাগারে

মাদক ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার মাদক কারবারি
মাদক ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার মাদক কারবারি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের ঘিওরে মাদক ও বিদেশি পিস্তলসহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তারের পর আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর মিয়া।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সেনা ক্যাম্পের মেজর সৌমিকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যাপ্রসাদ গ্রাম থেকে ওমর ফারুককে আটক করে।

গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘিওর থানার ওসি (তদন্ত) মো. কোহিনুর মিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এএইচ