বিএনপি নেতার বিরুদ্ধে সড়কের পাশের লাখ টাকার গাছ কাটার অভিযোগ

সড়কের পাশে কেটে নেয়া হয়েছে গাছ
সড়কের পাশে কেটে নেয়া হয়েছে গাছ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সুইচগেট সংলগ্ন সরকারি গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে) ক্যানাল সড়কের লাখ টাকা মূল্যের গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে বিএনপি নেতা মো. বাবুকে অভিযুক্ত দাবি করা হয়। এ ঘটনায় জেলাজুড়ে চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনাও।

গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে গাছ কাটা নিয়ে এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। বিকেলে এলাকাটি পরিদর্শন করে পাউবোর শাখা কর্মকর্তা সাগর হোসেন বাদী হয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগুনিয়া জামে মসজিদের সভাপতি মিজানুর রহমান মজনু বলেন, ‘জায়গাটি মসজিদের নয়, আর মসজিদের নামে কেউ গাছ কাটার অনুমতি নেয়নি। এটা পুরোপুরি অবৈধ কাজ। আমরা নিজেরাই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ নিয়ে বাক-বিতণ্ডা হয়েছে।’

এদিকে গাছ কাটার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা মো. বাবু দাবি করেন, মসজিদের উন্নয়ন ও লাশ ঘর নির্মাণের জন্যই গাছগুলো কাটা হয়েছে।

আরও পড়ুন:

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘গাছকাটার খবর শোনার পরই আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এলাকাটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘পাউবো থেকে থানায় লিখিত অভিযোগ পেয়েছি, পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে অভিযোগ ওঠে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গোবিন্দগুনিয়া সুইচগেট সংলগ্ন সরকারি জিকে ক্যানাল সড়কের পাশে কয়েক শতাধিক ইফিলিপি গাছ কেটে উধাও করেন স্থানীয় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু ও তার লোকজন। গ্রামের মসজিদের নাম ব্যবহার করে দিনে-রাতে লাখ লাখ টাকার গাছ কেটে উধাও করেন। একদিন দুইদিন নয়, প্রায় এক মাস ধরে জিকের গাছগুলো কাটেন তারা। আর এতেই লুটপাটের অভিযোগ উঠেছে সরকারের লাখ লাখ টাকা।

ইএ