কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার কুমারখালীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (০৯) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ জুন) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। হামজা পৌরসভার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদরাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে হামজা নিজ বাড়িতে গোসল করার সময় পানির ট্যাংকের পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এসময় তার চিৎকারে লোকজন ছুটে এসে শিশু হামজাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ