দুটি হলরুমে রাজস্ব কর্মকর্তাদের অধিকাংশ টেবিল ছিল ফাঁকা। যদিও আমদানি পণ্য ডেলিভারি নিতে শুল্কায়ন কাজ শেষ করতে সিএন্ডএফ এজেন্টরা সকাল ৯টায় উপস্থিত হন।
রাজস্ব কর্মকর্তাদের ঘন ঘন কলমবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি ও রপ্তানিকারকরা। যথাসময়ে শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে দেরি হচ্ছে। এতে চার গুণ বেশি জরিমানা গুণতে হচ্ছে।
বন্দরে তৈরি হচ্ছে কনটেইনার ও জাহাজ জট। ফাইল জমে যাওয়ায় দু’দিনের কাজ শেষ করতে লাগছে চার থেকে পাঁচ দিন। বিঘ্নিত হচ্ছে রাজস্ব আহরণও।