ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ জনকে ‘পুশ ইন’

আটক হওয়া নাগরিকগণ
আটক হওয়া নাগরিকগণ | ছবি: এখন টিভি
1

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী,পুরুষ ও শিশুসহ ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আজ (শুক্রবার, ২০ জুন) মধ্যরাতে পীরগঞ্জের চাপসার সীমান্তের ৩৪৭/এমপি এলাকা দিয়ে বাংলাদেশে তাদের ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর ও নড়াইল এলাকায়। দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়ন থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সেখানে তারা কাজ করছিলেন, সপ্তাহ খানেক আগে সেখানে তাদের আটক করে সীমান্তে নিয়ে আসা হয়। পরে মধ্য রাতে তাদের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাঠায় বিএসএফ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃতরা হলেন— যশোর জেলার নোয়াপাড়া থানার গাজিরহাট গ্রামের শহীদ শেখের স্ত্রী সাহিনা বেগম (৪৬), একই এলাকার সাইফুল ইসলাম (৩০), শরিফুল ইসলাম (১৭), রেকসোনা খাতুন (২৬), সাবিনা খাতুন (২৪), নড়াইল এলাকায় হলেন,আয়না খাতুন (৩৫),আরিফা খাতুন (৪)।

ইএ