আজ (মঙ্গলবার, ১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রামে বিজিএমইএ ভবনে মাহবুব আলী হলে বিজিএমএ পরিচালনা পর্ষদের চট্টগ্রামের নির্বাচিত পরিচালকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।
অনুষ্ঠানে বিজিএমইএর সার্ভিস চার্জ ২৫ শতাংশ কমানো, ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে এক প্লাটফর্মে আনা,গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ।
বন্ড কাস্টমসে হয়রানি ও কাচামাল খালাসে বিভিন্ন জটিলতা তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানান তারা।
বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরীসহ অন্যরাও বক্তৃতা করেন।