ভারত সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

আখাউড়া সীমান্তে বিএসএফ সদস্যদের অবস্থান
আখাউড়া সীমান্তে বিএসএফ সদস্যদের অবস্থান | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (রোববার, ১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের।

একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০ গরু ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।


এএইচ