দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সীমান্তে কাঁটাতারের বেড়া
সীমান্তে কাঁটাতারের বেড়া | ছবি: সংগৃহীত
1

দিনাজপুরে বিরল সীমান্ত দিয়ে মধ্য রাতে নারী,পুরুষ ও শিশু সহ ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এছাড়া একই দিনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত দিয়ে আরো ৭জনকে পুশইন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

আজ (মঙ্গলবার, ১০ জুন) দিবাগত রাতে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তের ৩২২/৬ এস ও পীরগঞ্জের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮/৫ এস পিলার এলাকার ভারত অভ্যন্তর থেকে তাদেরকে পুশ ইন করে বিএসএফ।

দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৪২ বিজিবি কর্তৃপক্ষ। এদের মধ্যে এনায়েতপুর সীমান্ত দিয়ে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৯ জন শিশু এবং পীরগঞ্জের চান্দুরিয়া সীমান্ত দিয়ে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুকে পুশইন করা হয়েছে।

বিজিবি জানায়, কাজের সন্ধানে ১০ থেকে ১৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতের হরিয়ানা এবং দিল্লি গিয়েছিলেন তারা। তাদের ফেরতের ৮ থেকে ১০ দিন আগে সে দেশের পুলিশ গ্রেপ্তার করে রাতের আঁধারে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশ ইন করেছে।

বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ কমাতে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হলো। এ ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক ভাবে দুটি পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

এনএইচ