গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

আগুন
আগুন | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে ৬টি গুদাম।

আজ (সোমবার, ৯ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে আগুর নিয়ন্ত্রণে আসে। এর আগে, দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

এনএইচ