তিনদিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

নিহত প্রদীপ বৈদ্যের লাশ ফেরত দিল বিএসএফ
নিহত প্রদীপ বৈদ্যের লাশ ফেরত দিল বিএসএফ | ছবি: এখন
1

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে গুলিতে নিহত হওয়ার তিন দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। আজ (সোমবার, ২ মে) সকাল ৮টায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর তার মরদেহ ফেরত দেয়া হয়।

বৃষ্টির মধ্যে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্রদীপ বৈদের লাশ হস্তান্তর করে বিএসএফ। এসময় উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাশ, ইউপি সদস্য জয়নাল মিয়া ও তার পরিবারের লোক। বিএসএফর কাছ থেকে মরদেহ পাওয়ার পর তা পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য। সে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এর শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। তার মরদেহ ভারতের উনকোটি হাসপাতালে রাখা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছিলেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাশ।

উল্লেখ্য, গত শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে গুলি করে যুবকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

ইএ