স্থানীয়রা জানান, আজ দুপুরে পৌর শহরের তেরি বাজারের সোমেশ্বরী নদীর শশ্মানঘাট থেকে ময়মনসিংহগামী একটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় সেনাবাহিনী।
পরে বিরিসিরি বাজারে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কোনো প্রকার বৈধ কাগজ পত্র বা চালান রশিদ দেখাতে না পারায় ভারতীয় কয়লা সন্দেহে ট্রাক ও কয়লা জব্দ করেছে। এ সময় ট্রাক চালক কামাল হোসেনকে ও আটক করে সেনাবাহিনী। তবে প্রাথমিক জিজ্ঞাসা শেষে চালককে ছেড়ে দিলেও কয়লা বোঝাই ট্রাক দুর্গাপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোঃ মাহমুদুল হাসান বলেন, ‘সেনাবাহিনী একটি কয়লা বোঝাই ট্রাক আমাদের কাছে হস্তান্তর করেছে। চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।’





